অধ্যায় ১মঃ সংখ্যা | তৃতীয় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Three (03) Math Book Solution| Chapter One (01) – Number
অধ্যায় ১মঃ সংখ্যা
১.১ঃ সংখ্যা গণনা (১০১ থেকে ১০০০)
৪. পড়ি এবং কথায় লিখি
(১) ২৩৮ – দুইশত আটত্রিশ
(২) ৮১৫ – আটশত পনের
(৩) ১১১ – একশত এগার
(৪) ৯৫৭ – নয়শত সাতান্ন
(৫) ১৫৩ – একশত তিপান্ন
(৬) ৬৯৯ – ছয়শত নিরানব্বই
৫. অঙ্কে লিখি
(১) একশত পঁয়ত্রিশ – ১৩৫
(২) দুইশত বাইশ – ২২২
(৩) দুইশত বারো – ২১২
(৪) চারশত ছিয়াত্তর – ৪৭৬
(৫) আটশত এক – ৮০১
(৬) ছয়শত পঞ্চাশ – ৬৫০
১.২-সংখ্যা গণনাঃ
৪. অঙ্কে লিখি
১. দুই হাজার একশত উনষাট – ২১৫৯
২. আট হাজার দুইশত দশ – ৮২১০
৩. তিন হাজার এক – ৩০০১
৪. চার হাজার চারশত – ৪৪০০
৫. এক হাজার একশত এগারো – ১১১১
৬. নয় হাজার ছয়শত সাতচল্লিশ – ৯৬৪৭
৭. সাত হাজার ষাট – ৭০৬০
৮. দুই হাজার দুইশত বাইশ – ২২২২
৫. কথায় লিখি–
১. ৭৫৬২ – সাত হাজার পাঁচশত বাষাট্টি
২. ৫০০২ – পাঁচ হাজার দুই
৩. ৮৩০০ – আট হাজার তিন শত
৪. ৭৭৭৭ – সাত হাজার সাত শত সাত
৫. ২০২০ – দুই হাজার বিষ
৬. ৬৮৯৯ – ছয় হাজার আট শত নিরানব্বই
১.৩ঃ স্থানীয় মানঃ
১. খালিঘর পূরণ করি
৩৮৪০= | ৩ | হাজার | ৮ | শতক | ৪ | দশক | ০ | একক |
৪০৭২= | ৪ | হাজার | ০ | শতক | ৭ | দশক | ২ | একক |
৩০০৮ | ৩ | হাজার | ০ | শতক | ০ | দশক | ৮ | একক |
৯৯৯১ | ৯ | হাজার | ৯ | শতক | ৯ | দশক | ১ | একক |
৭৭০০ | ৭ | হাজার | ৭ | শতক | ০ | দশক | ০ | একক |
২. খালিঘর পূরণ করি
(১) ৩ শতক ও ৫ একক = | ৩০৫ |
(২) ৪ হাজার, ৬শতক, ২দশক ও ৯একক= | ৪৬২৯ |
(৩) ৫ শতক, ৪ দশক ও ১ একক= | ৫৪১ |
(৪) ৪ হাজার, ৭ শতক, ৯ দশক ও ৩ একক | ৪৭৯৩ |
৩. ২৪ টি শত আছে, সংখ্যাটি কত?
২৪টি শত
= ১০টি শত + ১০টি শত + ৪টি শত
= ১০০০ + ১০০০ + ৪০০
= ২৪০০
অর্থ্যাৎ
১০ শত | ||
২৪টি শত | ১০ শত | ২৪০০ |
৪ শত |
৪. সংখ্যাগুলো লিখি
(১) ৮৫ দশের একটি সংখ্যা তৈরি করি
৮৫ দশ
= ৮০দশ + ৫ দশ
= ৮০০ + ৫০
= ৮৫০
অর্থ্যাৎ
৮০ দশ | ||
৮৫ দশ | ৫ দশ | ৮৫০ |
—- |
(২) ৪৯ শতের একটি সংখ্যা তৈরি করি
৪৯ শতক
= ৪০ শতক + ৯ শতক
= ৪০০০ + ৯০০
= ৪৯০০
অর্থ্যাৎ
৪৯ শতক | ৪০ শতক | ৪০০০ | ৪৯০০ |
৫. নিচের প্রশ্নগুলোর উত্তর দিই
(১) ৩৫০ এ ১০ এর কয়টি দল আছে?
৩৫০ = ৩৫ দশ
অর্থাৎ, ৩৫টি দশ আছে।
৩৫০ | ৩৫দশ | অর্থাৎ, ৩৫টি দশ আছে। |
(২) ৬২০০ তে ১০০ এর কয়টি দল আছে?
৬২০০ = ৬২ শতক
অর্থাৎ, ৬২টি শতক আছে।
৬২০০ | ৬২ শতক | অর্থাৎ, ৬২টি শতক আছে। |
(৩) ৯৯ থেকে ১০০ এর জন্য কত প্রয়োজন?
৯৯+১=১০০;অর্থাৎ ১ প্রয়োজন।
(৪) ৮০০০ কে ১০০০০ বানাতে কত প্রয়োজন?
১০০০০ = ১০ হাজার
৮০০০ = ৮ হাজার
১০ – ৮ = ২
অর্থাৎ, ২ হাজার = ২০০০ প্রয়োজন।
১০০০০ | ১০ হাজার | |
৮০০০ | ৮ হাজার | অর্থাৎ, ২০০০ (২ হাজার) প্রয়োজন |
১০-৮ |
(৫) ৯৯৯ থেকে ১ বেশি কোন সংখ্যা?
৯৯৯ + ১ = ১০০০
৯৯৯+১= | ১০০০ |
১.৪ঃ সংখ্যা তুলনা
১.৪.১ দুই সংখ্যার তুলনা
১. নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালিঘরে < বা > লিখি
১. | ১০০ | > | ৯৯ |
২. | ১৯৯ | < | ২০০ |
৩. | ৪৬৯ | < | ৪৯৬ |
৪. | ৭৭৭ | > | ৬৬৬ |
৫. | ১৫০০ | > | ১৪৯৯ |
৬. | ৫৪৩৯ | > | ৫৪৩৮ |
৭. | ৯০০ | < | ১০০০০ |
৮. | ৮২৭৯ | > | ৮২৭২ |
২. আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখি।
সংখ্যা | ছোট থেকে বড় | বড় থেকে ছোট |
---|---|---|
১৯৯,২০০ | ১৯৯<২০০ | ২০০>১৯৯ |
৫৩০,৫২৯ | ৫২৯<৫৩০ | ৫৩০>৫২৯ |
১১১১, ১১০৯ | ১১০৯<১১১১ | ১১১১>১১০৯ |
২৫৮৬, ২৫৮৫ | ২৫৮৫<২৫৮৬ | ২৫৮৬>২৫৮৫ |
৮৯৯০, ৮৮৮৮ | ৮৮৮৮<৮৯৯০ | ৮৯৯০>৮৮৮৮ |
৯৯৯৯, ১০০০০ | ৯৯৯৯<১০০০০ | ১০০০০>৯৯৯৯ |
৭১০৯, ৭০৯৯ | ৭০৯৯<৭১০৯ | ৭১০৯>৭০৯৯ |
# নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট ক্রমে সাজাই।
৩৯৯, ৪০৯, ৪৮০, ৩৭৯ | ছোট থেকে বড় | ৩৭৯<৩৯৯<৪০৮<৪৮০ |
বড় থেকে ছোট | ৪৮০>৪০৮>৩৯৯>৩৭৯ | |
৭০৯, ৬৯৯, ৭৩৫, ৮০২ | ছোট থেকে বড় | ৬৯৯<৭০৯<৭৩৫<৮০২ |
বড় থেকে ছোট | ৮০২>৭৩৫>৭০৯>৬৯৯ | |
৬১১, ৬৮৯, ৬৯০, ৬০৯ | ছোট থেকে বড় | ৬০৯<৬১১<৬৮৯<৬৯০ |
বড় থেকে ছোট | ৬৯০>৬৮৯>৬১১>৬০৯ | |
১০০৯, ৮০৯, ৮৮৮, ১০৯৯ | ছোট থেকে বড় | ৮০৯<৮৮৮<১০০৯<১০৯৯ |
বড় থেকে ছোট | ১০৯৯>১০০৯>৮৮৮>৮০৯ |
১.৫ঃ ক্রমবাচক সংখ্যাঃ
ক্রমবাচক সংখ্যা গণনার তালিকাঃ
প্রথম | ১ম | একাদশ | ১১শ |
দ্বিতীয় | ২য় | দ্বাদশ | ১২শ |
তৃতীয় | ৩য় | ত্রয়োদশ | ১৩শ |
চতুর্থ | ৪র্থ | চতুর্দশ | ১৪শ |
পঞ্চম | ৫ম | পঞ্চদশ | ১৫শ |
ষষ্ঠ | ৬ষ্ঠ | ষোড়শ | ১৬শ |
সপ্তম | ৭ম | সপ্তদশ | ১৭শ |
অষ্ঠম | ৮ম | অষ্ঠাদশ | ১৮শ |
নবম | ৯ম | উনবিংশ | ১৯শ |
দশম | ১০ম | বিংশ | ২০শ |
১.৬ নিজে করি
৩. পড়ি ও কথায় লিখি
- ৭৫৬২ – সাত হাজার পাঁচশত বাষাট্টি
- ৫০০২ – পাঁচ হাজার দুই
- ৮৩০০ – আট হাজার তিন শত
- ৭৭৭৭ – সাত হাজার সাত শত সাতাত্তর
- ২০২০ – দুই হাজার বিষ
- ৬৮৯৯ – ছয় হাজার আটশত নিরানব্বই
৪. অঙ্কে লিখি
- নয়শত বাহাত্তর – ৯৭২
- আট হাজার দুইশত তিয়াত্তর – ৮২৭৩
- পাঁচ হাজার এহার – ৫০১১
- ছয় হাজার এক – ৬০০১
- এক হাজার দুইশত চৌত্রিশ – ১২৩৪
৫. খালিঘর পুরন করঃ
(১) | ৪৩৯ | সংখ্যাটি হচ্ছে ৪ শতক, ৩ দশক, ও ৯ একক |
(২) | ৭১৪৩ | সংখ্যাটি হচ্ছে ৭ হাজার , ১ শতক, ৪ দশক ও ৩ একক |
(৩) | ৮০২০ | সংখ্যাটি হচ্ছে ৮ হাজার ও ২দশক |
(৪) | ৫০০৬ | সংখ্যাটি হচ্ছে ৫ হাজার ও ৬ একক |
(৫) | ৩২৭৫ সংখ্যাটি হচ্ছে | ৩ হাজার ২ শতক ৭ দশক ও ৫ একক |
(৬) | ৪০০৯ সংখ্যাটি হচ্ছে | ৪ হাজার ০ শতক ০ দশক ও ৯ একক |
৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দিই
১. ৬২ দশকে কত হয়?
৬২ দশক=৬২✕১০=৬২০
২. ৩৯ শতক সংখ্যাটি কত?
৩৯ শতক=৩৯✕১০০=৩৯০০
৩. ৭৪ শতক সংখ্যাটি কত?
৭৪ শতক=৭৪✕১০০=৭৪০০
৪. ৪২০ এ কয়টি দশক আছে?
৪২০=৪২ দশক; অর্থাৎ ৪২ টি দশক আছে।
৫. ২৬০০ এ কয়টি শতক আছে?
২৬০০=২৬ শতক; অর্থাৎ ২৬ টি শতক আছে।
৬. ৯১০০ এ কয়টি শতক আছে?
৯১০০=৯১ শতক; অর্থাৎ ৯১ টি শতক আছে।
৭. আগের ও পরের সংখ্যা লিখি
(১) | ২৩৮ | ২৩৯ | ২৪০ |
(২) | ৯৯৯ | ১০০০ | ১০০১ |
(৩) | ৫৫৫৪ | ৫৫৫৫ | ৫৫৫৬ |
(৪) | ৯৯৯৮ | ৯৯৯৯ | ১০০০০ |
৮। খালি জায়গা পুরন করি
(১) | ০ | ১০০ | ২০০ | ৩০০ | ৪০০ | ৫০০ | ৬০০ |
(২) | ২৩০০ | ২৪০০ | ২৫০০ | ২৬০০ | ২৭০০ | ২৮০০ | ২৯০০ |
৯। সংখ্যাটি কত?
(১) একটি সংখ্যা ৭৫৯৯ থেকে ১ বেশি
৭৫৯৯ থেকে ১ বেশি ৭৫৯৯ এর পরের সংখ্যা অর্থাৎ ৭৫৯৯+১=৭৬০০
(২) একটি সংখ্যা ৩০০০ থেকে ১ কম
৩০০০ থেকে এক কম বা ৩০০০ এর আগের সংখ্যা=৩০০০-১=২৯৯৯
(৩) একটি সংখ্যা ৪৯৯০ থেকে ১০ বেশি
৪৯৯০ থেকে ১০ বেশি=৪৯৯০+১০=৫০০০
(৪) একটি সংখ্যা ১০০০০ থেকে ১০ কম
১০০০০ থেকে ১০ কম=১০০০০-১০=৯৯৯০
(৫) ১০০০ থেকে ৮০০ এর পার্থক্য কত
১০০০ থেকে ৮০০ এর পার্থক্য=১০০০-৮০০=২০০
১০। খালিঘরে > বা < প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি।
১. | ৪৫৬ | < | ৪৬৫ | ||
২. | ৮০০ | > | ৭৯৯ | ||
৩. | ৬৩৯১ | > | ৫৩৮৯ | ||
৪. | ৫৮৯৯ | < | ৬০০০ | ||
৫. | ৩৬০৯ | < | ৩৯০৬ | < | ৩৯৬০ |
৬. | ২৫৩২ | < | ২৩৫২ | > | ২২৩৫ |
৭. | ৭৯৯৯ | < | ৮৯৯৯ | < | ৯৯৯৯ |