অধ্যায় ৩য়ঃ বিয়োগ | ২য় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Two (02) Math Book Solution | Chapter 03 : Subtraction
অধ্যায় ৩য়ঃ বিয়োগ এর অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় শ্রেণির গণিত বই সমাধান । দ্বিতীয় শ্রেণির গণিত অধ্যায় ৩য়ঃ বিয়োগ অনুশীলনী এর প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে।
বিয়োগ
দ্বিতীয় শ্রেণির গণিত ৩য় অধ্যায় যোগ নিজে করি অংশের উত্তর
১। সোহাগ ৮৫ টাকা নিয়ে বাজারে গেল । সে ৫৩ টাকা খরচ করল । তার কাছে কত টাকা থাকল ?
উত্তরঃ ৮৫-৫৩=৩২ টাকা
২। একটি শ্রেণি কক্ষে ৪৮ জন ছাত্র-ছাত্রী আছে এবং এদের মধ্যে ২৬ জন ছাত্র । সেখানে কতজন ছাত্রী আছে ?
উত্তরঃ ৪৮-২৬=২২ ছাত্রী
৩। ৪৫টি আম গাছ আছে । এদের মধ্যে ২৯টিতে আম ধরেছে । কতটি গাছে এখনও আম ধরেনি ?
উত্তরঃ ৪৫-২৯=১৬ টি আম গাছ।
৪ সায়লার দশ টাকার নোট ছিল ৮টি । সে ময়নাকে ৩টি দশ টাকার নোট দিল। সায়লার কত টাকা থাকল ?
উত্তরঃ ৮-৩=২টি দশ টাকার নোট
২×১০=২০ টাকা থাকল।
৫। রুমির ৭৫টি মারবেল আছে এবং রান্তুর ৪৭টি মারবেল আছে। বুমির থেকে রাজুর কয়টি মারবেল বেশি বা কম আছে?
উত্তরঃ রাজুর কাছে মারবেল বেশি আছে ৭৫-৪৭=২৮ টি।
৬। মাহিরের গল্পের ২৩টি বই আছে। অপূর্বের গল্পের ১৭টি বই আছে। মাহিরের থেকে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে ?
উত্তরঃ অপূর্বের গল্পের বেই বেশি আছে ২৩-১৭=৫টি বই।
৭। মা ও মেয়ের বয়সের যোগফল ৭০। মেয়ের বয়স ২২ বছর। মায়ের বয়স কত ?
উত্তরঃ মায়ের বয়স ৭০-২২=৪৮ বছর।
৮। রুমুর থেকে ঝুমু ৮ বছরের বড় । ঝুমুর বয়স ২৪ বছর । রুমুর বয়স কত ?
উত্তরঃ রুমুর বয়স ২৪-৮=১৬ বছর।

