অধ্যায় ৯মঃ পরিমাপ | ২য় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Two (02) Math Book Solution | Chapter 09 : Measurement
অধ্যায় ৯মঃ পরিমাপ এর অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় শ্রেণির গণিত বই সমাধান । দ্বিতীয় শ্রেণির গণিত অধ্যায় ৯মঃ পরিমাপ অনুশীলনী এর প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে।
পরিমাপ
- রবিবারের পরের দিন কী বার?
- সোমবার
- বৃহস্পতিবারের পরের দিন কী বার?
- শুক্রবার
- বুধবারের আগের দিন কী বার?
- মঙ্গলবার
- শনিবারের আগের দিন কী বার?
- শুক্রবার
- বুধবারের পরের দিন কী বার?
- বৃহস্পতিবার
- সোমবারের আগের দিন কী বার?
- রবিবার
- সপ্তাহের কোনদিন তোমাদের বিদ্যালয় বন্ধ থাকে?
- শুক্রবার
১. দুইদিন জাগে, রেজা মামার বাড়ি গিয়েছিল । যদি আজ বুধবাঁর হয়, তবে কী বারে সে মামার বাড়ি গিয়েছিলো।
সমাধান : সোমবার!
২. মিনার বিদ্যালয়ে আজ থেকে ৬ দিন পর ক্রীড়া প্রতিযোগিতা হবে । যদি আজ সোমবার হয়, তবে কী বারে ত্রীড়া প্রতিযোগিতা হবেঃ
সমাধান : রবিবার,
৩। অলি ২ দিন আগে হাসপাতালে গিয়েছিলো। কিন্তু তার পেটের ব্যাথা শুরু হয়েছিল হসপাতালে যাওয়ার ৩ দিন আগে । যদি আজ শনিবার হয়, তবে কোন দিন তার ব্যথা শুরু হয়েছিল।
সমাধানঃ
অলি ২দিন আগে হাসপাতালে গিয়েছিলো কিন্তু তার পেটের ব্যাথা শুরু হয়েছিল হসপাতালে যাওয়ার ৩ দিন আগে। অর্থাৎ তার পেটের ব্যথা শূরু হয়েছিল আজ থেকে (৩ + ২) দিন = ৫ দিন আগে । আজ শনিবার হলে, ৫ দিন জাগে হিল সোমবার।

সোমবারে আলির পেটের ব্যাথ্যা শুরু হয়েছিল।

সামাধানঃ
- বন্ধুদের জিজ্ঞেস করে জানতে পারি সোহাগের জন্মদিন ফেব্রুয়ারি মাসে।
- হানিফের জন্মদিন বৈশাখ মাসে।

■ সিফাত বিকাল ৩ টা থেকে ২ ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা ৬ টা থেকে ৯ টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে।
(১) সে কোন সময়ে বাড়ির কাজ শেষ করে।
(২) সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে ?
সমাধানঃ

৩টা+২ ঘণ্টা = ৫টা ৯ ঘণ্টা – ৬ ঘণ্টা = ৩ ঘণ্টা
∴ ৫টার সময়ে বাড়ির কাজ শেষ করে। ∴ সে ৩ ঘণ্টা তার বাবাকে সাহায্য করে।
২ ■ একদিনরেজা সকাল ৮টায় তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকাল ৩ টায় বাড়িতে ফিরে আসে। সে কত ঘণ্টা বাড়ির বাইরে ছিল?

সমাধানঃ
সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা, দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩ ঘণ্টা।
∴ মোট সময় = (৪+৩)ঘণ্টা = ৭ ঘণ্টা
সুতরাং, সে ৭ ঘণ্টা বাড়ির বাইরে ছিল।
৩। একটি বিদ্যালয়ে, ২য় শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে ৩ ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। শিক্ষার্থীরা কোন সময়ে বিদ্যালয় ত্যাগ করে ?
সমাধানঃ
৯:০০+ ৩ ঘণ্টা = ১২:০০
∴ শিক্ষার্থীরা ১২টার সময়ে বিদ্যালয় ত্যাগ করে।
সময়ের একককে মধ্যে সম্পর্ক
| ৬০ | সেকেন্ড | = | ১ মিনিট | ২৪ ঘণ্টা | = | ১ দিন |
| ৬০ | মিনিট | = | ১ ঘণ্টা | ৭ দিন | = | ১ সপ্তাহ |
৪. শুন্যস্থান পূরণ করি।
সমাধানঃ
(১) ৯৫ সেকেন্ড = ১ মিনিট এবং ৩৫ সেকেন্ড
(২) ৮০ মিনিট = ১ ঘণ্টা এবং ২০ মিনিট
(৩) ৩৬ ঘন্টা = _১_ দিন এবং _ ১২ _ ঘন্টা

