অধ্যায় ৮মঃ ভগ্নাংশ | ২য় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Two (02) Math Book Solution | Chapter 08 : Fraction
অধ্যায় ৮মঃ ভগ্নাংশ এর অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় শ্রেণির গণিত বই সমাধান । দ্বিতীয় শ্রেণির গণিত অধ্যায় ৮মঃ ভগ্নাংশ অনুশীলনী এর প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে।
ভগ্নাংশ
১। প্রত্যেক জোড়ায় দুইটি চিত্রের গাঢ় অংশ তুলনা করি। বড়টি গোল করি।
সমাধানঃ

২। সঠিক শব্দ বেছে নিই
■ ১/৪ হলো ১/২ এর থেকে বড়/সমান/ছোট
উত্তরঃ ছোট
■ ১/৪ এর দুই টুকরা হলো ১/২ এর থেকে বড়/সমান/ছোট
উত্তরঃ সামন
■ ১/৪ এর তিন টুকরা হলো ১/২ এর থেকে বড়/সমান/ছোট
উত্তরঃ বড়
সমাধানঃ
রেজার তুলনা সঠিক নয়। কারণ, ১/২ অংশ হচ্ছে অর্ধেক। ১/৪ অংশ হচ্ছে এক চতুর্থাংশ। অতএব, ১/২ থেকে ১/৪ ছোট। |
৩। তুমি নিজে একটি চিত্র আঁক এবং এর ১/২ অংশে ও ১/৪ অংশ রং কর।
সমাধানঃ

◱ নিচের প্রত্যেক আকৃতির ১/২ অংশ রং করি।
সমাধানঃ

◱ ১/২ এর দুই টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে?
সমাধানঃ

◱ একটি কাগজকে ৪টি সমান ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে কি বলা হয়?
সমাধানঃ প্রতিটি ভাগকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলা হয়।
◱ নিচের প্রত্যেক আকৃতির ১/৪ অংশ করি।
সমাধানঃ

◱ ১/৪ এর চার টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে?
সমাধানঃ
