অধ্যায় ৪র্থঃ যোগ ও বিয়োগের সম্পর্ক | ২য় শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Two (02) Math Book Solution | Chapter 04 : Addition and Subtraction Relation
অধ্যায় ৪র্থঃ যোগ ও বিয়োগের সম্পর্ক এর অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় শ্রেণির গণিত বই সমাধান । দ্বিতীয় শ্রেণির গণিত অধ্যায় ৪র্থঃ যোগ ও বিয়োগের সম্পর্ক অনুশীলনী এর প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে।
যোগ ও বিয়োগের সম্পর্ক
দ্বিতীয় শ্রেণির গণিত ৪র্থ অধ্যায় যোগ নিজে করি অংশের উত্তর
| (১) ১৪ + ▢ = ৩৭ ▢ = ২৩ | (২) ২৯ – ▢ = ১২ ▢ = ১৭ |
| (৩) ২৫ + ▢ = ৬৩ ▢ = ৩৮ | (৪) ৫১ – ▢ = ১৮ ▢ = ৩৩ |
| (৫) ▢ + ১৫ = ৪৮ ▢ = ৩৩ | (৬) ▢ – ১৩ = ৪৩ ▢ = ৫৬ |
| (৭) ▢ + ২৮ = ৭৫ ▢ = ৪৭ | (৮) ▢ – ৩৬ = ৫৭ ▢ = ৯৩ |
১. আকাশের কাছে ২৪ টাকা ছিল । তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার ৫৮ টাকা হলো । তার বাবা কত টাকা দিয়েছিলেন ?
উত্তরঃ তার বাবা তাকে দিয়েছিলো ৫৮-২৪=৩৪ টাকা
২. বাড়িতে ৩০টি রং পেনসিল ছিল | বুলু সেখান থেকে কয়েকটি পেনসিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে এখন ২২টি রং পেনসিল রয়েছে । বুলু কয়টি রং পেনসিল বিদ্যালয়ে নিয়ে গেছে ?
উত্তরঃ বুলু রং পেনছিল নিয়ে গিয়েছিল ৩০-২২=৮টি
৩. বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিশু খেলছিল। পরে আরও ৩৮ জন শিশু মাঠে আসল । ফলে মাঠে মোট ৮৬ জন শিশু হলো । প্রথমে কতজন শিশু খেলছিল ?
উত্তরঃ প্রথমে শিশু খেলছিল ৮৬-৩৮=৪৮ জন।
৪. তারিক আম বিক্রি করতে বাজারে গেল । ৩৫টি আম বিকি করার পর তার কাছে ১৭টি আম অবশিষ্ট রইল । সে কতগুলো আম বাজারে এনেছিল।
উত্তরঃ তারিক বাজারে আম এনেছিল ৩৫+১৭=৫২ টি

