class 8 math book solution in Bangla

২য় অধ্যায়ঃ চক্রবৃদ্ধি মুনাফা | অনুশীলনী ২.২ | ৮ম শ্রেণি

২য় অধ্যায়ঃ চক্রবৃদ্ধি মুনাফা| ৮ম শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান | Class Eight (08) Math Book Solution | Chapter 02 : Profit| Class 8 math book Online Solution in Bangla (BD)

২য় অধ্যায়ঃ চক্রবৃদ্ধি মুনাফা| অনুশীলনী ২.২: চক্রবৃদ্ধি মুনাফা – PDF

২য় অধ্যায়ঃ চক্রবৃদ্ধি মুনাফা| অনুশীলনী ২.২ এর সকল প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। ৮ম শ্রেণি সম্পূর্ণ গণিত বই সমাধান

৮ম শ্রেণির গণিত ২য় অধ্যায় অনুশীলনী ২.২ প্রশ্ন ও সমাধান

প্রশ্ন ১ঃ ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

(ক) ৮০ টাকা               (খ) ৮২ টাকা                

(গ) ৮৪ টাকা                (ঘ) ৪৮০ টাকা

উত্তরঃ গ

প্রশ্ন ২ঃ বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত?

(ক) ১২০ টাকা              (খ)২৪০ টাকা               

(গ) ৩৬০ টাকা             (ঘ) ৪৮০ টাকা

উত্তরঃ ৪৮০ টাকা

প্রশ্ন ৩ঃ নিচের তথ্যগুলো লক্ষ্য করঃ-

i. মুনাফা=মুনাফা আসল-আসল

ii. মুনাফা=(আসল*মুনাফা*সময়)/২

iii. লাভ বা ক্ষতি বিক্রয়মুল্যের ওপর হিসাব করা হয়।

উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

(ক) i           (খ) ii ও iii         (গ) i ও iii          (ঘ) i, ii ও iii

উত্তরঃ ক

প্রশ্ন ৪ঃ জামিল সাহেব বার্ষিক ১০% মুনাফায় ব্যাঙ্কে ২০০০ টাকা জমা রাখলেন।

   ১. ১ম বছরের মুনাফা আসল কত হবে

 ক. ২০৫০ টাকা           খ. ২১০০ টাকা             

গ.  ২২০০ টাকা           ঘ. ২২৫০

উত্তরঃ গ

২. সরল মুনাফায় ২য় বছরান্তে মুনাফা আসল কত হবে?

(ক) ২৪০০ টাকা (খ) ২৪২০ টাকা

(গ) ২৪৪০ টাকা (ঘ) ২৪৫০ টাকা

উত্তরঃ ক

৩. ১ম বছরান্তে  চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

(ক) ২০৫০ টাকা (খ) ২১০০ টাকা

(গ) ২১৫০ টাকা (ঘ) ২২০০ টাকা

উত্তরঃ ঘ

প্রশ্ন ৫ঃ বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুল্ধন নির্নয় কর।

সমাধান :

আমরা জানি, C = P( 1 + r )n

দেওয়া আেছ, প্রারম্ভিক মূলধন P = ৮০০০ টাকা

বার্ষিক মুনাফার হার, r = ১০%

এবং সময় n = ৩ বছর

         C=৮০০০*(১+১০/১০০)

= ৮০০০*(১১০/১০০)

= ৮০০০*(১১/১০)

=৮০০০*১১/১০*১১/১০*১১/১০

= ১০৬৪৮ টাকা

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন ১০৬৪৮ টাকা।

প্রশ্ন ৬ঃ বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছেরর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্ কত হবে?

সমাধান :

সরল মুনাফার ক্ষেত্রে,

মুনাফা = আসল × মুনাফার হার × সময়

= ৫০০০ ×১০/১০০ × ৩

= ১৫০০ টাকা

আবার, চক্রবৃদ্ধি মূলধন, C = P( 1 + r )n

দেওয়া আছে, মূলধন, P = ৫০০০ টাকা

বার্ষিক মুনাফার হার, r = ১০%

এবং সময়, n = ৩ বছর

∴  C=৫০০০*(১+১০/১০০)

= ৫০০০ × (১১০/১০০)

= ৫০০০ × ১১/১০× ১১/১০ ×১১/১০

= ৬৬৫৫ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C – P

= (৬৬৫৫– ৫০০০) টাকা

= ১৬৫৫ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল- মুনাফার পার্থক্য

= (১৬৫৫ – ১৫০০) টাকা

= ১৫৫ টাকা

সুতরাং, সরল মুনাফার ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য ১৫৫ টাকা।

প্রশ্ন ৭ঃ একই হার মুনাফায় কোনমূলধেনর এক বছরের চক্রবৃদ্ধিমূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?

সমাধান :

ধরি, এক বছরের মূলধন C = ৬৫০০ টাকা

দুই বছরান্তে মূলধন C = ৬৭৬০ টাকা

আমরা জানি, C = P(১+r)n

সূত্র মতে,

৬৫০০ = P(১+r) [যখন সময় n = ১ বছর]

বা, P(১+r) = ৬৫০০ ……………………………………………..(i)

আবার, ৬৭৬০ = P(১+r) [যখন সময় n = ২ বছর]

বা, P(১+r)(১+r) = ৬৭৬০………………………………………..(ii)

সমীকরণ (ii)নং কে (i) নং দ্বারা ভাগ করে পাই,

১+r =৬৭৬০/৬৫০০

বা, ১+r =৩৩৮/৩২৫

বা, ৩২৫ + ৩২৫r = ৩৩৮

বা, ৩২৫r = ৩৩৮ – ৩২৫

বা, r =১৩/৩২৫

বা, r =১/২৫

r- এর মান (i) সমীকরেণ বিসেয় পাই,

      P(১ +১/২৫) = ৬৫০০

বা, P( ২৬/২৫) = ৬৫০০

বা, ২৬P = ৬৫০০ × ২৫

বা, P =৬৫০০*২৫/২৬

বা, P = ৬২৫০

সুতরাং, মূলধন ৬২৫০ টাকা।

প্রশ্ন ৮ঃ বার্ষিক শতকরা ৮.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের সবৃদ্ধিমুলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্নয় কর।

সমাধানঃ

আমরা জানি,

সবৃদ্ধিমুল্ধন C=P(১+r)n

এখানে, মুল্ধন P=১০০০০ টাকা

মুনাফার হার, r=৮.৫০%=৮.৫০/১০০

সময়, n=২ বছর

∴C=১০০০০*(১+৮.৫০/১০০)2

            =১০০০০*(১০৮.৫/১০০)2

            =১০০০০*১০৮.৫/১০০*১০৮.৫/১০০

            =১০৮.৫০*১০৮.৫০

            =১১৭৭২.২৫ টাকা

∴সবৃদ্ধিমুল=১১৪৭৭২.২৫ টাকা

এবং চক্রবৃদ্ধি মুনাফা=(১১৭৭২.২৫-১০০০০) টাকা

                                    =১৭৭২.২৫ টাকা

সুতরাং, সবৃদ্ধিমুল ১১৭৭২.২৫ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা ১৭৭২.২৫ টাকা

প্রশ্ন ৯ঃ কোন শহরের বর্তমান জনস্নগখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে?

সমাধানঃ

শহরটির বর্তমান জনসংখ্যা P=৬৪০০০০০

জনসংখ্যার বৃদ্ধির হার=২৫/১০০০*১০০%

                                    =২.৫%

সময়, n=২ বছর

আমরা জানি, C=P(১+r)n

∴ C=৬৪০০০০০*(১+২.৫/১০০)

                =৬৪০০০০০*(১০২.৫/১০০)

=৬৪০০০০০*১০২.৫/১০০*১০২.৫/১০০

=৬৪০*১০২.৫*১০২.৫

=৬৭২৪০০০

ঐ শহরের জনসংখ্যা ৬৭২৪০০০ জন।

প্রশ্ন ১০ঃ এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিষোধ করেন। ২য় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?

সমাধানঃ সবৃদ্ধিমুল C=P(১+r) হলে ৮% মুনাফায় ১ বছরে সবৃদ্ধিমুল

C=৫০০০(১+৮/১০০)

            =৫০০০(১+২/২৫)

            =৫০০০({২৫+২}/২৫)

            =৫০০০*২৭/২৫

            =৫৪০০ টাকা

১ বছর পর ২০০০ টাকা ঋণপরিশোধের প্পর বাকি থাকে

=(৫৪০০-২০০০) টাকা

=৩৪০০ টাকা

আবার,

৩৪০০ টাকার ১ বছরে সবৃদ্ধিমুল

C=৩৪০০(১+৮/১০০)

            =৩৪০০(১+২/২৫)

            =৩৪০০({২৫+২}/২৫)

            =৩৬৭২ টাকা

∴ ২য় কিস্তিতে ২০০০ টাকা প্রিশোধের পর ঋণ বাকি থাকে

            =(৩৬৭২-২০০০) টাকা

            =১৬৭২ টাকা

সুতরাং, ২য় কিস্তি পরিশোধের প্পর তার ঋণ থাকবে ১৬৭২ টাকা।


Class 8 math book all chapter solution Bangla version pdf | ৮ম শ্রেণি গণিত বই সম্পূর্ণ সমাধান PDF

tags: Bangladesh, Bangla, Bengali, Class 8/JSC math BD, Class eight math solution bd, class 8 math pdf download, অষ্টম শ্রেণির গণিত সমাধানঃ অধ্যায়ঃ ২.২ চক্রবৃদ্ধি মুনাফা।
Scroll to Top